Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ॥ সরকার স্বাস্থ্য খাতসহ সবক্ষেত্রে পরিবর্তন এনেছে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হয়েছে জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগি সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, শিশুর জন্মের পর নির্দিষ্ট সময়ে তাকে টিকা দিতে হবে। আমাদের দেশে সরকারিভাবে শিশুদেরকে বিনামূল্যে টীকা দেওয়া হয়। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সবক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেই সাথে সব ক্ষেত্রে দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজকে বাংলায় লেখাপড়া হচ্ছে। ইউনানি শাস্ত্রে পরিবর্তন এসেছে। এ শাস্ত্রের সব বই বাংলায় পাওয়া যাচ্ছে। এতে আরও বিস্তৃত গবেষণার সুযোগ তৈরি হচ্ছে।’
ক্যাম্পেইনে ৩ লাখ ২৫ হাজার ৭২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬৯২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১২টি স্থায়ী ও ১ হাজার ৮৭৯টি অস্থায়ী ঠিকাদান কেন্দে ৫ হাজার ৪৫২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
শনিবার সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. সুচিন্ত চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. সাবিনা আশরাফী লিপি ও ডা. দেলোয়ার হোসেন।