Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র জিকে গউছ

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জি কে গউছ বলেন শিশুদের রোগ প্রতিরোধ ও সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন পৌরসভা, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা এ ক্যাম্পেইনকে সফল করতে আন্তরিকভাবে কাজ করছেন। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অর্পনা বালা পাল, শিক্ষানুরাগী আব্দুল মোতালিব মমরাজ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার পালসহ অন্যান্যরা। আলোচনা শেষে মেয়র শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে মেয়র জি কে গউছ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি ওই বিদ্যালয়ে অস্বচ্ছল পরিবারের ১৫০ ছাত্রছাত্রীকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে স্কুলড্রেস অনুদানের ঘোষনা দেন। ক্যাম্পেইনে হবিগঞ্জ পৌরসভার ৬ হতে ১১ মাস ও ১২ হতে ৫৯ মাস পর্যন্ত মোট ৮৪২৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হয়।