Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আইপিএম ক্লাবে কৃষিযন্ত্রপাতি বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার পশ্চিম পীরেরগাও আইপিএম ক্লাবে ১৫ লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রকার কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের গতকাল শনিবার দুপুরে এক অনুষ্ঠানে এ যন্ত্রপাতি বিতরণ করেন। খামার যান্ত্রীকিকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি প্রদান করা হয়। একই সাথে আইপিএম ক্লাবে কৃষি সেবা প্রদান কেন্দ্র উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পশ্চিম পীরেরগাও গ্রামে ইউপি রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুকের সভাপতিত্বে যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফরহাদ বখত চৌধুরী, সাবেক ব্যাংকার কচির মিয়া, আঃ রহমানহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আইপিএম ক্লাবের সভাপতি আঃ রহমানের হাতে কৃষি যন্ত্রপাতির চাবি তুলে দেন এবং কৃষি সেবা প্রদান কেন্দ্রের উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্লাবটিকে একটি ধান মাড়াই মেশিন, একটি হার্ভেস্টার মেশিন, একটি কম্ভাইন্ড হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়। প্রায় ১৫ লাখ টাকা মুল্যের এসব যন্ত্রপাতি একেবারে ফ্রি প্রদান করা হয়।