Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তির কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চেক ডিজঅনারের মামলায় লিপচন মিয়া নামক এক ব্যক্তির ১০ মাস ১০ দিন কারাদন্ড ও চেকের দ্বিগুন অর্থাৎ ১০ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিঞ্জ বিচারক সাইফুল ইসলাম ছিদ্দিক এ রায় প্রদান করেন।
জানা যায় সিলেট জেলার বিশ্বনাথ থানার হাজীরগাও বড় বাড়ী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে লিপচন মিয়া বিগত ০৪/১০/১৫ তারিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের নুর মিয়া চৌধুরীর ছেলে আবু ইছহাক চৌধুরীর নিকট হইতে আত্মীয়তার সুবাদে ব্যবসায়ীক প্রয়োজনে ৫ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করেন এবং গত ০৮/১১/১৫ তারিখে উক্ত টাকার একটি চেক প্রদান করেন। আবু ইছহাক চৌধুরী উক্ত চেকটি ১৬/২/১৬ তারিখে ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে তাহা অপর্যাপ্ত তহবিলের দরুন ডিজঅনার হয়। পরবর্তীতে আবু ইছহাক চৌধুরী বাদী হয়ে আসামী লিপচন মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত গতকাল চেকের দ্বিগুন জরিমানা সহ ১০ মাস ১০ দিন কারাদন্ড প্রদান করেন। বাদীপক্ষে উপরোক্ত মামলার মূল আইনজীবি হিসাবে দায়িত্ব পালন করেন এডঃ আনছারী এবং এপিপি হিসাবে দায়িত্ব পালন করেন এডঃ আব্দুল মতিন। এই ব্যাপারে বাদীপক্ষের আইনজীবি এডঃ আনছারী জানান আসামী প্রথমে জামিনে ছিল। কিন্তু কিছুদিন পূর্বে আসামী সাজা ও জরিমানার বিষয়টি আচঁ করিতে পারিয়া বর্তমানে পলাতক রহিয়াছে।