Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর চৌধুরীর উপর হামলার প্রতিবাদে নতুন ব্রিজে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ আঞ্চলিক ও উবাহাটা ইউনিয়ন যুবলীগরে যৌথ উদ্যোগে প্রায় দুইহাজার নেতাকর্মীদের সমাগমে বিক্ষোভ মিছিলটি নতুন ব্রীজ এলাকার বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি চান্দ আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন ও যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদের যৌথ পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী কমিটির নির্বাহী সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এড. এম. আকবর হোসাইন জিতু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন তাজ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি সুবজ আহমেদ, পৌর যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহ আরেফিন সুমন, জুয়েলুর রহমান, সজল খান, জেদ্দা যুবলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি শহিদ উদ্দিন জিসনু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম ভিপি মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার মাসুক মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রইছ উল্লা, চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি দেওয়ান লুৎফুর রহমান লুতু, নজরুল ইসলাম, আকবর আলী মেম্বার, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী সরদার, ছারোয়ার আলম আজাদ, নুরুল ইসলাম কবির, আতাউর রহমান মিলন, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার ইউনুছ আলী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, খোকন চৌধুরী, নজরুল ইসলাম বকুল, মাজেদুল ইসলাম লুবন, এড. শহিদ, টিপু সুলতান, জহির মোল্লাহ, সেলিম, আব্দুল্লাহ, রফিক মিয়া, লিজন, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদা প্রমুখ। প্রতিবাদ সভায় ১২টি ইউনিটের সভাপতি ও সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এবং ওয়ার্ড যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর উপর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদেরকে ৫ দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে পুলিশ প্রশাসন শাস্তির ব্যবস্থা না করলে যুবলীগ কঠোর আন্দোলন কর্মসূচী হাতে নিবে বলে ঘোষণা দেয়। এদিকে চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর চৌধুরীর উপর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতর্কিত হামলার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট বাজারের লস্কর গেস্টহাউজের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেওয়ান লুৎফুর রহমান লুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এড. এম. আকবর হোসাইন জিতু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মিছির আলী, উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি ইমান আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, উপজেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারী শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, মাধবপুর পৌর যুবলীগের সভাপতি ছাব্বির হাসান আকাশ প্রমুখ। প্রতিবাদ সভায় ১২টি ইউনিটের সভাপতি ও সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী ও ওয়ার্ড যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।