Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় সাহিত্য উৎসবে নবীগঞ্জের গীতিকার মুকিতের জাতীয় পদক লাভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সাহিত্য উৎসব ২০১৭তে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় পদক পেয়েছেন নবীগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আব্দুল মুকিত। গত ২৮ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কাব্য কথা সাহিত্য উৎসব ২০১৭, ঢাকা শাহবাগস্থ পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাব্য কথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি আবুল বাশার সেরনিয়াবাদ। প্রধান অতিথি ছিলেন কবি কাজী রোজী এমপি। সম্মানিত অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধের সংগঠক সৈয়দ হাসান ইমাম, উৎসব আহবায়ক কবি আসলাম সানী সহ কবি, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে অতিথি হিসেবে আরো উপ¯ি’ত ছিলেন, হবিগঞ্জ জেলা কাব্য কথা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্ঠা ডাঃ শাহ আবুল খায়ের, সভাপতি কবি ও গীতিকার আব্দুল বাছিত, সহ সভাপতি শিক্ষক হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি সেলিম রেজা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের কৃতি সন্তান গীতিকার আব্দুল মুকিতকে জাতীয় পদক তুলে দেন প্রধান অতিথি কবি কাজী রোজি এমপি। এসময় আব্দুল মুকিতের পক্ষে জাতীয় পদক গ্রহণ করেন তার ভাই মোঃ আব্দুল লতিফ কাইয়ূম। পদক গ্রহণকারী গীতিকার আব্দুল মুকিত কাব্য কথা সাহিত্য পরিষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ বিদেশের সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করেন।