Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রবিবার বিকাল ৩টায় থানা হল রুমে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের নিয়ে মাদক ও চোরাচালান বিষয়ে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মাধবপুর সার্কেলের এস.এম. রাজু আহমেদ। ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির ভক্তবে এএসপি রাজু আহমেদ বলেন, আমাদের সমাজে  মাদক ও সকল অসামাজিক কাজে লিপ্তদের প্রতিরোধ করা পুলিশের পক্ষে একা সম্ভব নয়। তবে পুলিশ ও জনগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও সমাজ বিরোধী সকল কর্মকান্ড নির্মূল করা সম্ভব। দেশে সরকারের জঙ্গী ও মাদক বিরোধী অভিযানে জনগণকে এগিয়ে আসতে হবে। থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের সভাপতিত্বে ওসি (তদন্ত) নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম পাবনা, সমকাল প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার, সাংবাদিক এসএম সুলতান খান, সাংবাদিক আজিজুল হক নাসির, কাজী মাহমুদুল সুজন, সাংবাদিক অপু দাশ, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, পাইকপাড়া ইউনিয়নের মেম্বার আব্দুর রউফ খানসহ জনপ্রতিনিধি, এসআই আতিকুল আলম, সেলিম, গ্রামপুলিশ ও বিভিন্ন মামলা-বিবাদীসহ অনেকেই। উক্ত সভায় গ্রাম পুলিশকে চোরাচালান সহ মাদক বিষয়ে পুলিশকে সহায়তা করতে আহবান জানানো হয়।