Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টিবলু দাশের চিকিৎসার স্বার্থে দুরূন্ত ৯৮ এর সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের পল্লী চিকিৎসক টিবলু দাশের চিকিৎসার জন্য তার সহপাঠিদের উদ্দোগ্যে এক সভা গতকাল শনিবার শহরের আল-আমীন ট্রাভেলসে সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের পল্লী চিকিৎসক টিবলু দাশের ২টি কিডনি নষ্ট হয়ে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়েছে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অনেক চিকিৎসা করেও সে শারিরিক ভাবে সুস্থ্য হতে পারেনি। তার শারিরিক সুস্থ্যতার জন্য কিডনি প্রতিস্থাপন প্রয়োজন কিন্তু অর্থের অভাবে সে চিকিৎসা করতে পারছেনা। তাঁর চিকিৎসার জন্য ৯৮ ব্যাচের সহপাঠিরা সম্মিলিত হয়ে তার সাহেয্যর্থে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবাই তার সাহায্যের জন্য অর্থ সাহায্য করা জন্য ৯৮ ব্যাচের বন্ধু-বান্ধবসহ সমাজের সব শ্রেণি পেশার মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ৯৮ ব্যাচের সহপাঠিরা দুরূন্ত ৯৮ নামে একটি কমিটি গঠন করে। মোঃ আমিনুল ইসলামকে আহ্বায়ক করে সলিল বরণ দাশ, জীবেশ গোপ, সুমন দেবনাথ, অনুপ দাশ ও পলাশ সুত্রধরকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করে। কমিটি সদস্যবৃন্দ টিবলু দাশকে বাঁচাতে সমাজের সর্বচ্চো পর্যায়সহ প্রসাশনের ধারস্থ হয়ে সাহায্য সংগ্রহের জন্য কাজ করে যাবে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এছরার হাবিব, হাফিজুর রহমান চৌধুরী, দিবাংশু রায়, মফিজুর রহমান, পলাশ সুত্রধর, অসিত সুত্রধর ও সভার মধ্যমনি অসুস্থ্য টিবলু দাশ। নবীগঞ্জের সব শ্রেণি পেশার মানুষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।