Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিবন্ধি শিশুদের জন্য ইনার হুইল ক্লাবের প্রকল্প গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় তাসনুভা-শামীম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্টিত প্রতিবন্ধি স্কুলের শিশুদের সহায়তার জন্য প্রকল্প গ্রহণ করেছে ইনার হুইল ক্লাব হবিগঞ্জ। ক্লাবের নতুন কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয়। শুক্রবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সভাকক্ষে ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক কুমকুম চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, দিলওয়ারা চৌধুুরী, শর্বানী দত্ত, সানজিদা মুহিব প্রীতি, নার্গিস আক্তার, মাহফুজা আক্তার ডলি, অ্যাডভোকেট জিনাত জাহান লোপা ও কান্তা। সভায় নৌকা ভ্রমণ আয়োজনেরও  সিদ্ধান্ত হয়।