Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনের বাংলা টিভির প্রতিনিধি সম্মেলন

রেজাউল করিম মৃধা ॥ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলা টিভির প্রতিনিধিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সমাদুল হক বলেছেন, বাংলা টিভি শীঘ্রই বাংলাদেশে সম্প্রচার শুরূ করবে। এছাড়া নিউ ইয়র্ক, দুবাইসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বাংলা টিভির কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে বলে তিনি জানালেন। উপস্থিত প্রতিনিধিরা বাংলা টিভির বিশ্বভ্রমণের সহযাত্রী বলে উল্লেখ করে, সংবাদ উপস্থাপনে প্রতিনিধিদের আরো যতœশীল হওয়ার আহবান জানান।
বুধবার দিনব্যাপি সম্মেলনের উদ্ধোধনকালে এসব কথা বলেন সৈয়দ সামাদুল হক। সম্মেলনের দ্বিতীয় পর্বে ক্যামেরার বিভিন্ন কাজ ও ফিল্মিং বিষয়ে কর্মশালা পরিচালনা করেন বাংলা টিভির অনুষ্ঠান প্রধান মঈনুল হোসেন মুকুল। এতে প্রতিনিধিদের কাজ আরো সহজ করতে ক্যামেরার খুটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মধ্যাহ্ন বিরতির পর রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলা টিভির বার্তা সম্পাদক মিলটন রহমান। এ সময় সংবাদ নির্মাণের কৌশল, সংবাদের বিষয় নির্বাচনের কৌশল এবং  নিউজ স্ক্রীপ্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন মিলটন রহমান।
সবশেষ পর্বে প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন বাংলা টিভির মার্কেটিং ডাইরেক্টর এস এম জুবায়ের ও মনওয়ার মঈনুল। এ সময় প্রতিনিধিরা নিজ নিজ এলাকার কমিউনিটির আর্থ সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন। এর প্রেক্ষিতে প্রতিনিধিদের কমিউনিটির সাথে আরো সম্পর্ক উন্নয়নের ওপর তাগিদ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, বেডফোর্ড প্রতিনিধি তৌফিক আলী মিনার, কার্ডিফ প্রতিনিধি মকিস মনসুর, বার্মিংহাম ব্যুরো প্রধান এম হাসান খোকনসহ বার্মিংহাম প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও মোরশেদ চৌধুরী, শেফিল্ড প্রতিনিধি সাইফুল্লাহ খালেদ, লীডস প্রতিনিধি আকরামুল হোসাইন এবং রকিব মনসুরসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলা টিভি প্রতিনিধিরা।