Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সালিসে অপমান বিষপানে যুবতীর মৃত্যু ॥ আত্মহত্যার প্ররোচনায় মামলা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সামাজিক সালিস বৈঠকে অপমানিত হয়ে বিষপানে আত্মহত্যা করেছে শরিফা বেগম নামে এক যুবতি। আত্মহননকারী যুবতি উপজেলার সুলতানপুর গ্রামের আমির আলীর মেয়ে। এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন যুবতির ভাই জসিম উদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সুলতানপুর গ্রামের আমির আলীর মেয়ে শরিফা বেগমের সঙ্গে একই গ্রামের আবিদ আলীর ছেলে জুনাইদ মিয়ার ৪ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিয়ের জন্য জুনাইদকে শরিফা বেগম চাপ দেয়। কিন্তু জুনাইদ বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে গত ২২ জুলাই সালিস বৈঠকে জুনাইদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাতে শরিফা রাজি না হলে জুনাইদ ও তার লোকজন তাকে গালমন্দ এবং তাকে মরে যাওয়ার জন্য প্ররোচিত করে। এ অপমান সইতে না পেরে গত ২৪ জুলাই গভীর রাতে শরিফা বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ২৬ জুলাই রাতে শরিফা মারা যায়। এ ঘটনায় শরিফার ভাই জসিম উদ্দিন বাদি হয়ে একই গ্রামের আবেদ আলীর ছেলে জুনাইদকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় ৩০৬ ধারায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।