Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্লা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ জেলেদের মধ্যে জাল বিতরণ করেছেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান

পেস বিজ্ঞপ্তি ॥ মানবতার সেবায় এগিয়ে গেলেন বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোঃ আতাউর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার বাল্লা গোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুজাতপুর ইউনিয়নের বাল্লা নোয়াবাদসহ আশপাশের অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ ও দরিদ্র শতাধিক জেলে পরিবারের মধ্যে জাল বিতরণ করেছেন। এতে জেলা সম্প্রদায়ের ৫ শতাধিক লোকের জীবিকা নির্বাহ করা যাবে। শুধু তাই নয়, তিনি বন্যা দুর্গত এলাকা বাল্লা গোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থীর পরিক্ষার রেজিস্টেশন ফি দেয়ার ঘোষণা দেন এবং অতিথিতের ন্যায় এলাকাবাসীর সুখ দুখের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ইতি পূর্বে নিজ গ্রাম ইকরামে স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন। বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসায় তিনি সহযোগিতা করেছেন। তার এই অবদান আজীবন মানুষ স্মরণ রাখবে। এদিকে নতুন জাল পেয়ে ক্ষতিগ্রস্থ ও দরিদ্র জেলেরা আনন্দিত হয়ে সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হরবল্লব চৌধুরী, সাবেক মেম্বার আক্কল মিয়া, সাবেক মেম্বার রঙ্গু মিয়া, মুক্তিযোদ্ধা দেবেশ অধিকারী, প্রধান শিক্ষক মাতাব মিয়া, বাল্লা গোড়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস, রবিন্দ্র চৌধুরী, শিহাব আহমেদ, মহেস্বর মাস্টার, সত্যবান চৌধুরী, মহিতোষ দাস, বিশ্বদেব দাস, সুহৃদ আহমেদ খোকন, ইউপি সদস্য জম্মত আলী, মঈন উদ্দিন, সোমচাঁদ দাস, লিটন দাস, জয় কুমার চৌধুরী, ইকবাল, লুৎফুর রহমান, মস্তু মিয়া, তাহির মিয়া, মোবাশ্বির মিয়া, এনায়েত মিয়া, জুনু ঠাকুর, রাজ বল্লভ চৌধুরী, শিশির দাস, তৌহিদ মিয়া প্রমূখ।