Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সহকারী শিক্ষিকা শেলী রানী পালকে বিদায়ী গণসংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শেলী রানী পালকে বিদায়ী গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎ পালের সভাপতিত্বে ও আব্দুস সামাদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ডাঃ ননী গোপাল দেব নাথ, মোঃ মজিদুর রহমান মজিদ, মতিলাল দাশ, ইউপি সদস্য মোঃ নুরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদ রঞ্জন দাশ, সহকারী শিক্ষিকা শিপন রায় প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যের শুরুতেই জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং স্কুলের প্রতিষ্ঠাতা কুল চন্দ্র পাল এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন বিদায়ী অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা প্রায় ৩০ বছর যাবত অত্যান্ত আন্তরিকতার সাথে যে শিক্ষাদান করে গেছেন তাঁর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছেন তাঁর মর্ম উপলব্ধি করে বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ যেন স্কুলের ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ হারুনুর রশিদ ও গীতা পাঠ করেন রবীন্দ্র চন্দ্র পাল।