Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক ডিজনার মামলায় এক ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড ও ৯ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চেক ডিজনারের মামলায় ফখরুদ্দিন ওরফে রানা মিয়া নামক এক ব্যক্তির এক বছরের কারাদন্ড ও ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে এ রায় প্রদান করা হয়।
জানা যায়, হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর আবাসিক এলাকার মৃত শহর উদ্দিনের ছেলে ফখরুদ্দিন ওরফে রানা মিয়া বিদেশে পাঠানোর কথা বলে ২০১৩ সনের ১১ ফেব্র“য়ারী হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপর গ্রামের মৃত আছির উল্লা ছেলে আবুল কাশেমের নিকট থেকে ৯ লাখ টাকা গ্রহণ করে। পরবর্তীতে তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয়ে টাকা ফেরৎ বাবৎ ৯ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এতে আবুল কাসেম বাদী হয়ে ফখরুদ্দিন ওরফে রানা মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডঃ মোঃ আইয়ূব আনছারী এবং এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন এডঃ আবদুল মতিন।
বাদী পক্ষের আইনজীবি জানান, মামলাটি গত ১৭ জুলাই রায়ের জন্য ধার্য্য ছিল। কিন্তু আসামী পলাতক থাকায় রায় পেতে বিলম্ব হয়েছে।