Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে এমপি’র সাথে আলোচনা করে পুনরায় চালানো হয়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ যাত্রীসেবা বৃদ্ধির লক্ষে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের উপস্থিতে বানিয়াচং উপজেলা প্রশাসন সম্প্রতি সকল পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে একটি সভা করে। সভায় ভাড়া কমানোসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী সিএনজি’র ভাড়া দিন-রাত ২৪ ঘন্টা ৩৫ টাকা আদায় করার কথা থাকলেও তা মানা হয়নি। এ পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় এসিল্যান্ড নূর এ আলম আইন-শৃংখলা বাহিনী নিয়ে সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি সিএনজিকে ২শ টাকা করে এবং একটি সিএনজিকে ৪শ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি মালিক-শ্রমিকরা গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বেলা আড়াইটার দিকে মালিক সমিতির অফিসে বসে মোবাইল ফোনে এমপি’র সাথে কথা বলেন। এমপি তাদেরকে আইন মান্য করতে বলে আগামী আইন-শৃংখলা মিটিংয়ে আলোচনাক্রমে ভাড়া বাড়ানোর দাবী বিবেচনার আশ^াস দিলে পুনরায় গাড়ী চলচল শুরু হয়।