Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ৩৬৫৫১ ভোট বেশী পেয়ে সৈয়দ শাহজাহান চেয়ারম্যান নির্বাচিত ॥ আজিজ ও হেলেন ভাইস চেয়ারম্যান

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার মাধবপুর উপজেলার ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি নেত্রী এডভোকেট সুফিয়া আক্তার হেলেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে সৈয়দ মোঃ শাহজাহান আনারস প্রতীক নিয়ে ভোট ৭২ হাজার ৯২৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম পেয়েছেন ৩৬ হাজার ৪১৪, সৈয়দ শাহ হাবিবুল্লাহ সুচন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ ৬৪হাজার ৫১৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রীধাম দাস গুপ্ত পেয়েছেন ৩৬ হাজার ৫০১ ভোট, আব্দুল আউয়াল শাহ মাইক প্রতীক নিয়ে পেয়েছে ৩ হাজার ১৩১ ভোট ও আছিব আলী টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী এডভোকেট সুফিয়া আকতার হেলেন ৫৪ হাজার ৫২৩  ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাতেমা তুজ জোহরা রীনা পেয়েছেন ২৮ হাজার ৯৪০ ভোট, জাহানারা বেগম শেলী কলস প্রতীক নিয়ে পেয়েছে ১০ হাজার ৯৩৫ ভোট, হোসনে আরা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪৪১ ভোট এবং তানিয়া আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪৮৮ ভোট। সকাল ৮টার থেকে একটানা ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।