Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ নবীগঞ্জে পাশের হার ৭৭.৭৩%

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় এইচএসসিতে পাশের হার ৭৭.৭৩%।
উপজেলায় ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৩৪৭ জন। মোট পাসের হার ৭৭.৭৩ শতাংশ। এরমধ্যে নবীগঞ্জ বিশ^ বিদ্যালয় ডিগ্রী কলেজে অংশ নেয়া ৬৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮৬ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ জন। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে ৩২৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭৪ জন পাশ করেছে। দিনারপুর কলেজ ১৬৫ জন শিক্ষার্থীরা অংশ নিয়ে ১৩৮ জন পাশ করেছে। কৃর্তি নারায়ন কলেজে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৬ জনই কৃতকার্য হয়। শতভাগ পাশের গৌরব অর্জন করে এই কলেজ। এসএনপি কলেজ ৩৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭ জন পাশ করে। আউশকান্দি র.প স্কুল এন্ড কলেজের ২২০ জন শিক্ষার্থীর মধ্যে ১২৯ জন পাশ করেছে। রাগীব রাবেয়া কলেজ থেকে ২৮৩ পরীক্ষার্থীদের মধ্যে ১টি জিপিএ-৫ সহ ২৩৭ জন কৃতকার্য হয়েছে। এদিকে নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ জালাল ইলেক্টিকস এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব হেলাল আহমদের মেয়ে নাফিসা মেহজাবিন কুমু এইচএসসি পরীক্ষায় সিলেট শাহ জালাল ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। কুমু সাবেক পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এড. ফারুক আহমদ এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইকবাল আহমদ বেলালের ভাতিজি।