Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ ফেরীনৌক ঘাটে দ্বিগুন ভাড়া আদায়

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ সদর ইউনিয়নের শচী রায়ের ঘাটে সন্ধ্যার পর আজমিরীগঞ্জগামী ফেরীনৌকা যাত্রীদের নিকট থেকে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। ভূক্তভূগী যাত্রীরা জানায়, বর্ষা মৌসুমে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কে যাত্রীবাহী চান্দেরগাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।যার কারণে যাত্রীরা বিভক্ত হয়ে কেহ নৌ-পথে অর্থাৎ পৌর এলাকার কুমারহাটি সংলগ্ন নৌকাঘাট থেকে বানিয়াচংয়ের আদর্শ বাজার অথবা শিবপাশা, আবার অনেকে একই এলাকার  পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ফেরৗনৌকা যোগে সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়ার শচী রায়ের নৌকাঘাটে নেমে যাত্রীবাহী মোটরসাইকেল যোগে স্ব-স্ব গন্যহব্যে যাতায়াত করছে। ভাড়া সম্প্রতি ৭৫ টাকা থেকে ২৫ টাকা কমিয়ে জনপ্রতি
৫০ টাকা নির্ধারণ করায় ওই রাস্তায় মোটরসাইকেলের যাত্রী আশংথাজনক হারে বেড়ে গেছে। বানিয়াচং আদর্শ বাজার থেকে যাত্রীবাহী নৌকা ছাড়ার শেষ সময় বিকাল সাড়ে ৪ টা, শিবপাশা ৫ টা। অন্যদিকে যাত্রীবাহী মোটরসাইকেলের যাত্রীরা শিবপাশা বাজার থেকে সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা অবদি রওয়ানা দিয়ে আসতে পারে।ওই এলাকার শচী রায়ের নৌকাঘাটে এসে ফেরীনৌকা যোগে গন্হব্যে আসতে হয়।কিন্তু সন্ধ্যার পর যাত্রীসংখ্যা কমের অযুহাত দেখিয়ে তাদের নিকট থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার শিবপাশা থেকে মোটরসাইকেলের যাত্রীরা শচী রায়ের ঘাটে এসে সন্ধ্যা ৭ টায় ফেরীনৌকায় উঠে।নৌকার মাঝি যাত্রী কম থাকার অযুহাত দেখিয়ে যেতে অনীহা প্রকাশ করে। এতে বিরম্বনায় পড়ে যাত্রীরা।ওই ঘাট থেকে পশু হাসপাতাল পর্যন্ত ফেরীনৌকা ভাড়া জনপ্রতি ৫ টাকা। কিন্তু ৫ টাকার সহলে জনপ্রতি ১০ টাকা হারে ৭ যাত্রী মোট ৭০ টাকা ভাড়া পরিশোধ করে আসতে হয়েছে নিজ গন্তব্যে।