Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা ॥ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ ॥ রায় ২৫ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত চার শিশু হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার আদেশ দেন। আগামী ২৫ জুলাই এ মামলার পরবর্তী কার্যদিবস নির্ধারণ করেন। ওইদিন আলোচিত মামলাটির রায় ঘোষণা দিন নির্ধারণ করা হবে। সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারকার্য শেষের দিকে। পরবর্তী তারিখের পর দ্রুততম সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির হোসেন (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) গত বছরের ১২ ফেব্র“য়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় ইছাবিল থেকে তাদের বালিচাপা মরদেহ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।