Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৫০ শয্যার হবিগঞ্জ হাসপাতাল ভবনের আজ উদ্বোধন করবেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধন হচ্ছে আজ। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল হবিগঞ্জ জেলাবাসী পাচ্ছেন উন্নত চিকিৎসার সুযোগ। আর তাঁরই আমন্ত্রণে হবিগঞ্জ আসছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ সরকারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৩টায় মন্ত্রী এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিকেল সোয়া ৩টায় জেলা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় সুধী সমাবেশের আয়োজন করেছে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধি সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতেই সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলনও করা হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী।
এমপি জানান, ৬তলা বিশিষ্ট এ ভবনটি খুব শ্রীঘ্রই ১০তলায় উন্নীত করা হবে। আগামী শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। প্রতি শিক্ষাবর্ষে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হবে। ইতিমধ্যে প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে। আপাতত ক্লাস নেয়ার জন্য নবনির্মিত ভবনের দু’টি ফ্লোর ব্যবহার করা হবে। নবনির্মিত এ ভবন তৈরীতে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা। হাসপাতাল এবং মেডিকেল কলেজ চালু হলে হবিগঞ্জবাসীকে আর বাইরে কোথাও চিকিৎসা নিতে যেতে হবেনা বলে তিনি আশা প্রকাশ করেন। এখানেই উন্নত চিকিৎসা মিলবে থাকবেন ভাল ডাক্তার।