Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের পাঞ্জারাই প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আজ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত আজ অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় উপজেলা শিক্ষা অফিসে উক্ত তদন্ত অনুষ্ঠানের কথা রয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান এবং মোঃ খুরশেদ আলম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, পাঞ্জারাই গ্রামের মোঃ রফিক আহমেদ বকুলসহ ১০ ব্যক্তি উপজেলা শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত এবং বিভিন্ন দুনীতির অভিযোগ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্ত ২০১৬-২০১৭ অর্থ বছরের স্লিপ এবং প্রাক-প্রাথমিক সরকারি বরাদ্দের টাকা দিয়ে কোন কাজ না করে আত্মসাত করেছেন। এছাড়াও তিনি বিদ্যালয় জাতীয় সংগীত পাঠ, জাতীয় দিবস উদযাপন, মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ না করে দায়িত্ব পালনে গাফিলতি করছেন। এছাড়াও বিদ্যালয় এলাকায় ক্যাচমেন্ট ম্যাপ না থাকা, বিদ্যালয়ের ঘন্টি ব্যাবহার না করা, ছাত্র-ছাত্রীদের যত্রতত্র মল ত্যাগ করা, আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের খেলা পরিচালনা না করে উক্ত বরাদ্দের টাকা অত্মসাত, প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ ২ শত টাকা আদায়, প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুলে না আসা এবং নির্ধারিত সময়ের পূর্বেই স্কুল থেকে চলে যাওয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস মিয়ার বিরুদ্ধেও স্কুল ফাকি দেয়ার অভিযোগ আনা হয়।