Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-আজমিরীগঞ্জের কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকবে না-এমপি মজিদ খান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন “ধীরে ধীরে বাংলাদেশে বিদ্যুত স্থিতিশীল অবস্থানে চলে যাবে। ঘন ঘন লোড শেডিং থাকবে না। বিদ্যুতের দীর্ঘমেয়াদী প্রকল্প চালু হলে দেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আমার ২ মেয়াদে অক্লান্ত চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত আপামর জনগণের ভাগ্যোন্নয়নে। আগামীতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে হবে। নতুবা উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্থ হবে।
গতকাল তিনি বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডভূক্ত ইসলামপুর গ্রামে বিদ্যুত লাইনের শুভ উদ্বোধনকালে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১৮ লাখ টাকা ব্যয়ে ১.২১৫ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপিত এই বিদ্যুৎ লাইন দ্বারা ১১০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আইবুল্লা খা’র সভাপতিত্বে এবং মোতালিব মিয়ার পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, পল্লী বিদ্যুৎ ডিজিএম আবু জাফর। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এ জেড এম উজ্জ্বল প্রমুখ।