Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ব্র্যাকের জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জেন্ডার সচেতনতা মূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্র্যাক সমন্বিত উন্নয়ন জেন্ডার কর্মসূচীর উদ্যোগে বানিয়াচং সদর অফিসের আওতাভূক্ত এলাকা দরগা মহল্লা এ প্রশিনটি অনুষ্ঠিত হয়। জেন্ডার কর্মসূচী সংগঠক দেলোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল আহাদ’র পরিচালনায় এতে প্রায় ২৪ জন নারী ও পুর”ষ অংশ গ্রহন করে। গতকাল উক্ত প্রশিণ কর্মশালাটি পরিদর্শন করেন এইচএনপিপি এন্ড ওয়াশ কর্মসূচীর প্রোগ্রাম প্রধান ব্র্যাক প্রধান কার্যালয়ের হোসনে আরা ফেরদৌসি, উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, জেন্ডার সেক্টর স্পেশালিস্ট মোঃ আতিয়ার রহমান, এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া, সিইপি, এইচআরএলএস ও জেন্ডার প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মোঃ মতিউর রহমান। প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য দূরীকরণ ও পারিবারিক নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সুখী ও শান্তিপূর্ণ পরিবার ও সমাজ গঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনের পর প্রশিক্ষনার্থীরা যেন পরবর্তীতে তা কাজে লাগিয়ে পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে এ লক্ষ্যে  ২০১৪ সালের মধ্যে ২ হাজার ৪শ জন নারী পুরুষকে এ প্রশিক্ষনের আওতায় আনা হবে।