Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মোবাইল ফোনে কথা বলতে না দেয়ায় ছুরিকাঘাত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোবাইল ফোন কথা বলতে না দেয়ায় শনিবার দুপুরে ৪ দৃর্বৃত্ত উপযুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে তুহিন (১৮) নামে এক যুবককে। মূর্মূষ অবস্থায় তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। তুহিন পৌর শহরের পশ্চিম মাধবপুর গ্রামের তোফাজ্জ্বল হোসেনের ছেলে। পুলিশ জনতার সহযোগিতায় ছুরিসহ ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নিলয় রহমান ইমন (১৯) নামে এক দৃর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুুপুরে মাধবপুর বাজারে মনোজ কান্তি মোদকের মসল্লা মিলের সামনে একটি চা-ষ্টলে তুহিন চা পান করতে যায়। এ সময় ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নিলয় রহমান ইমন, একই গ্রামের কাজী আমিরুল ইসলাম ওরুপে আমরু মিয়ার ছেলে মোঃ মাহমুদ ওরুপে সারেক (২০) কাজী সামসু মিয়ার ছেলে মোঃ সামি মিয়া (২৩) ও বুধন্তী গ্রামের মোঃ রহিম ভূইয়ার ছেলে মোঃ জলিল ভূইয়া (২২) কথা বলার জন্য তুহিনের মোবাইল ফোনটি চায়। তুহিন ফোন না দিলে ৪ জনসহ আর ২/৩জন তাকে মারধোর করতে থাকে এক পর্যায়ে দৃর্বৃত্তরা ছুরি ও চা-পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে থানর এসআই আব্দুল ছত্তর একদল পুলিশ নিয়ে ছুরিসহ ইমনকে গ্রেফতার করে। এ ব্যাপারে তুহিনের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।