Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে মতানৈক্য ॥ সভা ভন্ডুল

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাংলাবাজার এলাকায় অবস্থিত এনাতাবাদ নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সাধারন সভা নৈরাজ্য ও বিশৃংখলায় ভন্ডুল হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ে আয়োজিত সভা ভন্ডুল হওয়ায় সরকারী বিধি মোতাবেক সহকারী শিক্ষা অফিসার খুরশেদ আলমকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাসকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির অপর ২ সদস্য হলেন ভূমিদাতা পরিবারের সদস্য মোঃ আনোয়ার মিয়া এবং স্থানীয় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের মনোনীত শিক্ষক প্রতিনিধি।
গতকাল দুপুরে মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে এবং নবাগত প্রধান শিক্ষক সুব্রত দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র আইনজীবি এডঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ মাষ্টার, কুর্শি ইউনিয়ন পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, মোঃ বিরাম উদ্দিন, শেখ আব্দুল অজুদ, আব্দুল হামিদ সিদ্দিকী, আলহাজ্ব তাহিদুর রহমান, মাওঃ আব্দুল মুনাইম, শেখ শফিকুজ্জামান শিপন, মুজিবুর রহমান, আবুল হোসেন, মোঃ জিলু মিয়া, জাবক্স মিয়া প্রমূখ।
আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের নিকট থেকে অভিভাবক সদস্য পদে ৪জনকে (২ জন পুরুষ এবং ২ জন মহিলা) মনোনীত করার জন্য আহবান করা হয়। এতে পুরুষ ২ জন অভিভাবক হতে ১৩ জন এবং মহিলা সদস্য পদে ৩জনের নাম তালিকাভুক্ত হয়। এনিয়ে সমঝোতার উদ্যোগ নেয়া হলে মাসুক মিয়া, আব্দুর রহিম, মজিদ মিয়ার সাথে আব্দুল মুমিন, হাজী তাহিদুর রহমান ও শেখ শিপন গংদের মতানৈক্য দেখা দিলে তুমুল উত্তেজনা দেখা দেয়। এতে সভা ভন্ডুল হয়ে যায়।
এছাড়াও সাবেক প্রধান শিক্ষক মরহুম সৈয়দ শাহ আলম স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু মনোনীত ২ সদস্য নিয়ে মুজিবুর রহমান ও আব্দুল মজিদ মাষ্টারের বিরূপ মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস বলেন, বিধি মোতাবেক এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীদের অভিভাবক তালিকার ভিত্তিতে ভোটের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে। বিশৃংখল পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি।
উল্লেখ্য, সরকারী প্রাথমিক বিদ্যালয় নীতিমালার ভিত্তিতে পদাধিকার বলে সংসদ সদস্য মনোনীত ২ সদস্য, কর্মরত শিক্ষক প্রতিনিধি ৩ জন, স্থানীয় ইউপি সদস্য, দাতা পরিবারের ১জনসহ নির্বাচিত ৪ অভিভাবক নিয়ে মোট ১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।