Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার বানিয়াচং উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থা গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বানিয়াচং আদর্শবাজার রঘু চৌধুরী পাড়ায় রাম পরীক্ষা রবিদাসের সভাপতিত্বে ও সমীরণ রবিদাসের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জু রবিদাস, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি নরেশ রবিদাস (টনটন), বাসদ (মার্কসবাদি) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম। সভায় সর্ব সম্মতিক্রমে রঙ্গুলাল রবিদাস (রঞ্জু) কে সভাপতি, সমীরণ রবিদাস, পনিলাল রবিদাস ও রতন রবিদাসকে সহ-সভাপতি, রুবেল রবিদাসকে সাধারণ সম্পাদক, খোকন রবিদাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, দিলীপ রবিদাসকে সাংগঠনিক সম্পাদক, লিটন রবিদাসকে সহ-সাংগঠনিক সম্পাদক, তনু রবিদাসকে কোষাধ্যক্ষ, শ্রীরাম রবিদাসকে প্রচার সম্পাদক, বাতাসি রবিদাস, মিলনি রবিদাস, ফুলমতি রবিদাস, মইনী রবিদাস, পানমতি রবিদাস, রাজমিত রবিদাস, ঝুনিয়া রাণী রবিদাসকে মহিলা সম্পাদিকা, সংকর রবিদাসকে সমাজ কল্যাণ সম্পাদক, সুমন রবিদাসকে ধর্ম শিক্ষা সম্পাদক, রনজিত রবিদাসকে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, গিরিন্ড রবিদাসকে সাংস্কৃতিক সম্পাদক, রবি রবিদাসকে ক্রীড়া সম্পাদক ও দীলিপ রবিদাস, দিপু রবিদাস, মিন্টু রবিদাস, জ্ঞান চরণ রবিদাস, অমল রবিদাস, রিপন রবিদাস, অনিল রবিদাস, স্বপন রবিদাস, সুভাষ রবিদাস, হরিলাল রবিদাস, সুমন রবিদাস, কৃষ্ণ রবিদাস, সুমন রবিদাসকে সদস্য করে বানিয়াচং উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে নিরঞ্জন রবিদাস, কুনিল রবিদাস, বাদল রবিদাস, মন্টু রবিদাস, রাম পরীক্ষা রবিদাস, কস্তোরী রবিদাস, জানকি রবিদাস, সাধু রবিদাস, সুবল রবিদাস, নীল মনি রবিদাস, মানিক রবিদাস, মহনলাল রবিদাস, নারায়ন রবিদাস।
সভায় নেতৃবৃন্দরা বলেন, সারাদেশে রবিদাস সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হচ্ছে। গত ১০ জুন সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সুখিয়া রবিদাসের সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।