Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা থেকে রাজারবাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা খানা-খন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির শেষ ছিল না। রাস্তাটি সংস্কারে জন্য বিভিন্ন জনপ্রতিনিধি এবং অফিসে যোগাযোগ করেও যখন কোন সমাধান হচ্ছিল না তখন তারা স্মরণাপন্ন হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের।
সুমন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজে যেহেতু জনপ্রতি নন তাই ওই এলাকার জনগণকে সহজে তাদের দাবী পূরণ করে দেয়ার কোন উপায় ছিল না তার কাছে। ফলে তিনি উদ্যোগ নেন স্বেচ্ছা শ্রমে রাস্তাটি সংস্কারের। চুনারুঘাট শহরে তার বাসা ভেঙ্গে নতুন বাসা তৈরির কাজ চলছিল। সেখান থেকে তিনি ইট, কংক্রিট ও সুরকি নিয়ে যান বাসুল্লা-রাজারবাজার সড়কে। পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন তাদেরকে। পরে নিজে হাতে তুলে নেন কোদাল।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় জনগণকে নিয়ে ব্যারিস্টার সুমন বাসুল্লা-রাজারবাজা সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করেন। নিজে কোদাল হাতে তুলে নেয়ায় স্থানীয় জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফলে সকলে মিলে সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করেন।