Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন নবীগঞ্জের জেসমিন বেগম

স্টাফ রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন জেসমিন বেগম। ২০১০ সালের ২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ম্যানচেস্টার শিশু হাসপাতালে ১ মাস লাইফ সাপোর্ট মেসিনে ছিলেন তিনি। ওই সময় ডাক্তাররা কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন তার বেঁচে থাকার নিশ্চয়তা নেই। তার পরও আল্লাহর উপর ভরসা রেখে পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হয়। ২০১২ সালে হাইস্কুল শিক্ষায় তিনি এ স্টার পান। ২০১৪ সালেও কলেজে এ স্টার পান এ-লেভেলে। আর তাতেই সুযোগ পান ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়ার। সেখান থেকে সাইকোলজিতে তিনি ডিগ্রি লাভ করেছেন। ১৩ জুলাই ডিগ্রি সিরমনি হয়। ব্রিটিশ মিডিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল তার ইন্টারভিউ নিয়েছে। যুবসমাজের জন্য তাকে বিশেষ উদাহরণ হিসেবে দেখছে। স্পেসিয়ালি স্টুডেন্ট হিসেবে এওয়ার্ডও দেয়া হয়েছে। সকল মিডিয়া তাকে মিরাকল গার্ল হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, জেসমিন বেগম ইংল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী নবীগঞ্জের বদরদি গ্রামের কৃতিসন্তান মোফাজ্জল চৌধুরী ইমরানের ছোট বোন।