Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লামপইল থেকে শিকলে বাধা প্রতিবন্ধিকে উদ্ধার

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামপইল গ্রামে রোমান মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধিকে শিকল দিয়ে বেধে মধ্যযোগীও কায়দায় নির্যাতন করে অর্ধকোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে বলে সদর থানায় অভিযোগ দায়ের করা হয। এর প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে কোর্টে প্রেরণ করেন। সে ওই এলাকার মৃত আব্দুস সোবহানের পুত্র।
অভিযোগে জানা যায়, তার বড় ভাই আব্দুস সালাম মিন্টু (৪০) ও ভাবী ঝর্ণা বেগম (৩০) কৌশলে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাকে সপ্তাহ ধরে পায়ে শিকল দিয়ে বেধে অমানুষিক নির্যাতন করে। শুধু তাই নয় তাকে পাগল বানানোর জন্য বিভিন্ন বিষাক্ত ইনজেকশনও পুষ করে। এ ঘটনায় নোমানের বড় বোন হেনা বেগম সদর থানায় অভিযোগ দিলে ওসি ইয়াছিনুল হকের নির্দেশে এসআই রকিবুল হাসানসহ একদল পুলিশ ওই বাড়িতে পৌছলে নির্যাতনকারী মিন্টু তালার চাবি নিয়ে আত্মগোপন করে। তখন পুলিশ বেকায়দায় পরে। প্রায় দুই ঘন্টা পর পইল বাজার থেকে কর্মকার নিয়ে তালা কেটে তাকে উদ্ধার করে বিকেলে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলেমান এর আদালতে প্রেরণ করা হলে তিনি তাকে নিরাপত্তা হেফাজতে পাঠান।
হবিগঞ্জের জেল সুপারকে নির্দেশ প্রদান করেন তাকে সিলেট হাসপাতালে নিয়ে চিকিৎসা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।