Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাকাইলছেও সোনালী ব্যাংক মৃত ব্যক্তির ভাতা উত্তোলন করতে গিয়ে মহিলা ধরাশায়ী

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেও সোনালী ব্যাংক শাখা খেকে এক মৃত ব্যক্তির নামের বয়স্কভাতা উত্তোলন করতে গিয়ে মহিলা প্রতারক ধরাশায়ী হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও সোনালী ব্যাংক শাখা থেকে বয়স্ক ভাতা উত্তোলনকারী মাহতাবপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আউয়াল মিয়া (৬৫) গত ৩ বছর আগে মৃত্যুবরণ করেন। এর বেশকিছু দিন পর তার বয়স্কভাতার পাসবহি হারিয়ে যায়। পরবর্তীতে তার স্বজনরা ওই পাসবহির আর কোন সন্ধান করেনি। এদিকে বেশকদিন পূর্বে ওই মৃত ব্যক্তির স্বজনদের একটি সূত্র জানায়, মৃত আব্দুল আঊয়াল মিয়ার নামের বয়স্কভাতা উত্তোলন করে নেয়া হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করতে তারা গতকাল সোমবার দুপুর ১২টায় কাকাইলছেও সোনালী ব্যাংক শাখায় আসেন। নথিপত্র দেখে ব্যাংক কর্তৃপক্ষ জানান, কাকাইলছেও চরহাটির বাসিন্দা ও বাজারের মাছ বিক্রেতা মোঃ কাদির মিয়ার ৪র্থ স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৩২) প্রায় এক বছর পূর্বে কাকাইলছেও ইউপি সদস্য মোঃ শের আলীর নিকট থেকে তার সীল-স্বাক্ষরসহ মৃত আব্দুল আউয়াল মিয়া অসুস্থ থাকায় তার বয়স্কভাতার সমূদয় টাকা মিনারাকে প্রদান করতে সোনালী ব্যাংক কাকাইলছেও শাখায় একটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত জুন মাসের ২৮ তারিখ মৃত আব্দুল আউয়াল মিয়ার নামের ১৫ মাসের বয়স্কভাতা বাবদ ৮ হাজার ১ শত টাকা মোছাঃ মিনারা বেগম উত্তোলন করে নেন। পরে মিনারাকে ব্যাংকে ডেকে পাঠানো হলে, চাপের মূখে মিনারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং সমূদয় টাকা ব্যাংক কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করে।
একটি সূত্র জানায়, ইতিপূর্বে একই কায়দায় সে ওই মৃত ব্যক্তির বয়স্কভাতার টাকা উত্তোলন করেছে। উল্লেখ্য মিনারার পিত্রালয় ওই মাহতাবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।