Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ৬১ বছর পর দুই ভাষাসৈনিককে আমন্ত্রণ

মো: মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভাষা আনন্দোলের ৬১ বছর পর এবারই প্রথম বানিয়াচংয়ের ভাষাসৈনিকদের মধ্যে জীবিত দুইজনকে একুশের অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। গতকাল মঙ্গলবার অপরাহ্নে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি সভায় ভাষাসৈনিক মরহুম হাবিবুর রহমানের তনয় সাংবাদিক তোফায়েল রেজা সোহেলের প্রস্তাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া যথাযথভাবে শহীদ দিবস পালনে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাষাসৈনিক এই দুই সহোদর হচ্ছেন মিয়াখানি এলাকার বাসিন্দা এডভোকেট সদাকত আলী খান ও এডভোকেট শওকত আলী খান। গণমাধ্যমে অনুসন্ধানমূলক লেখালেখিতে বানিয়াচংয়ে দশ জন ভাষাসৈনিকের নাম ওঠে আসে। এদের মধ্যে দশ জন ইহজগতে নেই। তারা হলেন তোপখানার হাবিবুর রহমান (বৃটিশ বিরোধী নেতা মৌলভী আব্দুল্লাহ’র পুত্র), বড়ইউড়ির ছবিল মিয়া, যাত্রাপাশার জনাব আলী এমপি, শরীফ উদ্দিন আহমেদ এমপি ও আবদুল মুকিত খান, সাগর দিঘীর পশ্চিমপাড়ের আহমদ হোসেন খান (মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাই), চৌধুরীপাড়ার হীরালাল বিশ্বাস, তোপখানার আবদুল মালিক খান (খাজা সাহেব)। ইতিপূর্বে এই সকল ভাষা সৈনিকদেরকে শহীদ দিবসের সরকারি ও বেসরকারি কোনো অনুষ্ঠানে স্মরণ করা হয়নি। ২০০৯ সালে স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠি জীবিত দুই সহোদর ভাষাসৈনিক এডভোকেট সদাকত আলী খান ও এডভোকেট শওকত আলী খানকে সংবর্ধনা দেন।