Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চোরাই চা-পাতা উদ্ধার পিকআপ সহ চালক আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা-পাতা উদ্ধার ও পিকআপসহ চালক নাছির মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত ভোররাতে চুনারুঘাট-আসামপাড়া সড়কের উপর রাজার বাজার সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫২ বস্তা চোরাই চা-পাতা  আটক করা হয়। আটক পিকআপ চালক হচ্ছেন, উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আব্দুস ছত্তারের পুত্র নাছির মিয়া (৩৫)।
পুলিশ জানায়, পিকআপে করে ভারত থেকে আনা চোরাই চা-পাতা পাঁচর হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এএসআই আলমাছ ও এএসআই কমল রায়সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো ন-১৮-৭৫৬৫) গাড়ি আটক করে। এ সময় চালক নাছির মিয়াকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের চিমটিবিল সীমান্ত থেকে পিকআপ গাড়িটি এসেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ভারতীয় চোরাই চা-পাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।