Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাস্তার উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দূর করা হবে শহরের সাথে গ্রামাঞ্চলের সকল ব্যবধান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই আওয়ামী লীগ সরকার দেশে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি উন্নয়ন কাজ পরিচালনা করেছে। এছাড়াও যানজন নিরসনসহ যোগাযোগের উন্নয়নে আরো প্রকল্প বর্তমানে চলমান।
শনিবার বিকালে ৭০ লাখ টাকা ব্যয়ে করাব নোয়াবাড়ি ব্রীজ থেকে সুতাং নদী পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা নির্মান কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, পূর্বের হবিগঞ্জের চেয়ে বর্তমানে হবিগঞ্জ অনেক উন্নত। আর আগামীদিনে হবিগঞ্জ হবে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে আরো উন্নত এবং পরিপূর্ন হবে। সেইসাথে দূর করা হবে শহরের সাথে গ্রামাঞ্চলের সকল ধরনের ব্যবধান।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এম এ মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহফুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডঃ ইসরাইল আহমদ, করাব আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, করাব ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান দুলাল প্রমুখ।