Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাল দলিল তৈরীর অভিযোগে আমতলী সেটেলমেন্টে অফিসার ও পেশকারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী সেটেলম্যান্ট অফিসে জাল দলিল সৃষ্ঠি করে নামজারি করায় সেটেলমেন্ট অফিসার ও পেশকার সহ ৪ জনের বিরুদ্ধে দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মোঃ আতাবুল্লাহ মামলাটি আমলে নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার চানপুর গ্রামের আছমত আলীর পুত্র মতলিব মিয়ার বেশ কিছু রেকর্ডীয় জায়গা ১২৩৩ জাল দলিল সৃষ্টি করে সেটেলমেন্ট অফিসার মকবুল হোসেন, পেশকার শাহ আলম বশিভূত হয়ে একই উপজেলার মদনপুর গ্রামের আলমগীর ও তার ভাই নজরুল ইসলামের নামে নামজারি করে দেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ৩৪ দারায় মামলা দায়ের করা হয়। গতকাল রোববার বাদী পক্ষের মামলাটি দায়ের করেন এডঃ মোঃ আঙ্গুর আলী। মামলা নং-৩/২০১৭। মামলায় আরও বলা হয়, মকবুল হোসেন ও শাহ আলম একে অপরের যোগসাজসে দীর্ঘদিন ধরে জালজালিয়াতির মাধ্যমে জাল জলিল, ভূয়া মাঠ পরচা ও ভূয়া নামজারি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় তারা জীবিতকে মৃত দেখিয়ে আবার মৃতকে জীবিত দেখিয়েও দলিল সৃষ্টি করছেন।