Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক ॥ স্বাস্থ্য ব্যবস্থায় সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, বাংলাদেশ এখন স্বাস্থ্য সেবায় রোল মডেল, সরকারী বেসরকারী সমন্বিত উদ্যোগে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং মামনি এইচএসএস প্রকল্পের সহায়তায়  মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক পরিবর্তন হয়েছে। তিনি গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন” এ মাধবপুর উপজেলার স্থানীয় সরকারের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে মাধবপুর উপজেলায় স্থানীয় সরকারের অব্যাহত সহযোগিতা অন্যান্য উপজেলায় অনুকরনীয়, তাই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে। উপ-পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার সফিউল আলমের সভাপতিত্বে¡ উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম,  উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, লাখাই উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন প্রমুখ।