Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ৩য় বর্ষ ২০১৭-১৮সালের লিডারদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্স ফুডভিলেজে গত ৮জুলাই রাত সাড়ে ৮ টায় ৩১তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৬-১৭ সালের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় এবং পর্যালোচনার পর তা অনুমোদিত হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ২০১৬-১৭ সালের সভা প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোহাম্মদ মনসুর রশীদ কাজলের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়াল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৭-১৮ সালের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম আলী আজগর ক্ষমতা গ্রহন করার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এসএম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, ২০১৭-১৮ সেক্রেটারী লায়ন মোহাম্মদ জালাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ আব্দুল কাইয়ুম, ট্রেজারার লায়ন রতীশ চন্দ্র দাশ, ডিরেক্টর লায়ন মোঃ দেওয়ান মিয়া, লায়ন মোঃ মর্তুজ আলী, লায়ন মোঃ হিরাজ মিয়া, লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, চার্টার মেম্বার লায়ন মোঃ ফখরুল আলম বাবুল, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন দীপক কুমার দাশ, লায়ন এম এ আহাদ, লায়ন মোঃ কবির হোসেন, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী, মেম্বার এম এ মুমিন চৌধুরী বুলবুল, লায়ন ইঞ্জিনিয়ার মো: জয়নাল উদ্দিন খান, লায়ন এম এ কাইয়ুম চৌধুরী, লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ মামুনুর রশিদ, লায়ন সাব্বির আহমেদ মিঠু, লায়ন এডভোকেট মুল্লা আবু নাঈম মোহাম্মদ শিবলী খায়ের, লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন কাজী মহিবুর রহমান সেলিম ও লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন।