Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বাল্লা স্থল বন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাল্লা স্থল বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। গতকাল শুক্রবার দুপুরে এ স্থলবন্দর পরিদর্শন করতে আসেন তিনি। উপজেলার গাজীপুর ইউপির বাল্লা সীমান্তের কেদারাকোট নামকস্থানে বাল্লা স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতেই তিনি এসেছেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন খাঁন ও বাল্লা স্থল বন্দর আমদানি রপ্তানি কারক সমিতির স্থানীয় নেতৃবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপন চক্রবর্তী বলেন, বাল্লা স্থল বন্দরের আধুনিকায়ন প্রকল্পটি ইতোমধ্যেই একনেকে পাশ হয়েছে। গত সপ্তাহে একনেকের সেই প্রস্তাব হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে এবং ২০১৮ সালের শুরুতে অবকাঠামো তৈরির কাজ শুরু হবে।