Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন শাখা গঠনের নিমিত্তে গত ২ জুলাই রবিবার জ্যোতিষ রায়ের সভাপতিত্বে সনাতন ধর্মালম্বীদের এক সভা জ্যোতিষ রায়ের শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা সভাপতি শ্রী নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক শ্রী সুখেন্দ রায় বাবুল, কোষাধ্যক্ষ প্রমথ চৌধুরী বেনু ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে ১২নং কালিয়ারভাঙ্গা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।
এতে দীপ্তেন্দু নারায়ণ রায় সভাপতি, অঞ্জন পুরকায়স্থ সিনিয়র সহ-সভাপতি, প্রদীপ রায় সহ-সভাপতি, জগৎসিংহ সহ-সভাপতি, চম্পা সরকার সহ-সভাপতি, সত্যজিত চক্রবর্তী সাধারণ সম্পাদক, শুসেন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, হরি দাশ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সুখেন্দু সরকার, সহ-কোষাধ্যক্ষ বেনু দত্ত, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক বিধূ সরকার, দপ্তর সম্পাদক বিপ্লব রায়, প্রনব দেব আইন বিষয়ক সম্পাদক, বীরেন্দ্র কুমার বিশ্বাস প্রচার সম্পাদক, অঞ্জু সরকার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব দত্ত সাংস্কৃতিক সম্পাদক, চরিত্র রায় সমাজ কল্যাণ সম্পাদক, প্রদ্বীপ ভট্টাচার্য্য ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক এবং মলিনা সরকারকে মহিলা সম্পাদক মনোনীত করা হয়। কার্যনির্বাহী সদস্যরা হলেন, রামজয় সরকার, রঙ্গরাজ সরকার, দরসন সরকার, ইন্দ্রজিৎ সরকার, অধির সরকার, বিনময় শব্দকর, দিলীপ সরকার, নিদু সরকার, প্রদীপ সরকার, অমল মালাকার, পরিতোষ পাল, সুদীপ দাশ, বিভন দেব, সঞ্জয় দাশ, বাপ্পা ভট্টাচার্য্য, বিমান সূত্রধর, বিরেশ দাশ, বিকাশ দাশ, বিপুল রায়, হরে কৃষ্ণ রায়, সুব্রত রায়।
উপদেষ্ঠারা হলেন, রামেন্দ্র সুন্দর ভট্টচার্য্য, জ্যোতিষ রায়, কালী প্রসন্ন দাশ, গোপাল কৃষ্ণ চক্রবর্তী, কানাই সরকার, শ্যামলেন্দু ভট্টচার্য্য, দুলাল সরকার, কামদেব সরকার, সুর্যমনি সরকার, মুখন্দ সরকার, সত্যন্দ্র দেব, রবিন্দ্র চন্দ্র দাশ, জতিন্দ্র চন্দ্র পাল, দিলীপ রায়, সুনিল সরকার, নিরেন্দ্র ধর টগর, সুশিল দাশ, উপেন্দ্র সরকার, সুশিল সরকার, রাম কৃষ্ণ সরকার, নিরঞ্জন সরকার, কাজল দাশ, রবিন্দ্র চন্দ্র দাশ, নিবাস মালাকার, জগেন দাশ, দীরেন্দ্র শব্দকর।