Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের একেকটি স্থান যেন দুর্ঘটনার মরণফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানী, কেউ কেউ আবার পঙ্গুত্ববরণও করছেন। কয়েকদিনের ব্যবধানে কয়েকটি দুর্ঘটনায় রীতিমতো আঁতকে উঠেছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীরা। ৬ জুলাই একটি সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বানিয়াচং উপজেলার শরীফখানীর মহিউদ্দিন কুটি। তিনি গত ১৮ এপ্রিল সিএনজি দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী জুয়েল ঠাকুর এর আপন বড় ভাই। মহিউদ্দিন কুটি জানান, তিনি তার ভাইয়ের শিন্নি করার উদ্দেশ্যে ওই দিন তারিখ নির্ধারণ করার জন্য হবিগঞ্জ থেকে সিএনজি যোগে বানিয়াচং আসছিলেন। পথিমধ্যে বানিয়াচং হবিগঞ্জ রোডের শুটকির অদুরে ভাটিপাড়া নামকস্থানে আসা মাত্রই বহনকারী সিএনজিটি খোলা রাস্তার মধ্যে হঠাৎ করে উল্টে যায়। এতে গাড়ির ভিতরে আটকা পড়েন তিনি। সাথে থাকা অপর ৪ জন যাত্রীসহ চালক গুরুতর আহত হয়। তাদের চিৎকারে শুনে অন্য গাড়ি দিয়ে আসা যাত্রীরা এগিয়ে এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন আহতদের। এর আগের দিন একইভাবে এডভোকেট জুনায়েদ আহমেদ সিএনজি দুর্ঘটনা আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহিউদ্দিন কুটি জানান, মরণের হাত থেকে বেঁচে এলাম। লাইসেন্সবিহীন অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকের কারণে প্রায়ই এই দুর্ঘটনা ঘটছে। কিছু দিন পূর্বে আমার ছোট ভাই সিএনজি দুর্ঘটনায় আহত হয়ে ৭৬ দিন আইডিসিওতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মৃত্যুবরণ করে। আজ হয়তো আমারও একই অবস্থা হত। আল্লাহর রহমতে ভাগ্যক্রমে অলৌকিকভাবে আমি বেঁেচ গেছি।