Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠান সফল করতে আবু জাহির এমপি’র নির্দেশনা ॥ ২০ জুলাই আড়াই‘শ শয্যা বিশিষ্ট নয়া ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০ জুলাই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আড়াইশ’ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। ওইদিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নব নিমিত ৬তলা ভবন উদ্বোধন উপলক্ষে গত সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। প্রধান অতিথির অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে সকলের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি। সভায় হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলমকে আহবায়ক করে একটি তদারকী কমিটি গঠন করা হয়।
ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, হবিগঞ্জের সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো: আন্দালিব, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী,  হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ বজলুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মুকুল চন্দ্র দাশ, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাসিমা খানম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপিসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।