Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহতরতলী উমেদনগরে জমি নিয়ে বিরোধ আদালতে ১৫ ব্যক্তির মুচলেকা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে অন্যের জমি জোরপূর্বক দখলে নিতে আদালতে মামলা করে মুচলেকা দিয়েছেন কতিপয় ব্যক্তি।
জানা গেছে, নেপাল রায় ও সজল রায় আদালতে অভিযোগ করেন যে, ওই এলাকার বাসিন্দা জগদীশ রায়সহ ১৫ ব্যক্তি ঐক্যবদ্ধভাবে অভিযোগকারী ও তার স্বজনদের কিছু জমি জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এমনকি তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়াসহ তাদেরকে মারপিট ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছিল। কোন উপায়ন্তর না দেখে তারা নিজেদের জমি ও জানমাল রক্ষায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আদালতে মামলা (নং-১৩০৪/১৪ ও ১৩৫৩/১৪ইং) দায়ের করেন। আদালত বিগত ২৯ জুন জগদীশ রায় গংদের মুচলেকা দিতে আদেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে জগদীশ রায়, জ্যোতির্ময় রায়, সুনীল রায়, রাধিকা রায়, জ্যোতিষ রায়, সন্তোষ রায়, ঝুমুর রায়, শিবাজী রায়, সুজিত রায়, রনজিত রায়, সনজিত রায়, বাবুল রায়, বাপ্পী রায়, লিটন রায় ও জনি রায় আদালতে মুচলেকা দেন। মুচলেকায় তারা উল্লেখ করেন, নেপাল রায় গংদের সাথে শান্তিভঙ্গজনক আচরণ করলে প্রত্যেককে ১ বছর মেয়াদী মুচলেকা এবং ২ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। অন্যথায় আইনত দন্ডনীয় হবেন। অপরদিকে জনি রায়ের দায়ের করা নন,জি,আর ৯০/১৬ইং মামলাটি বিগত ২১ জুন ভূয়া প্রমানিত হয়। আদালত ঝিটকা নিবাসী কালাম মিয়া, বজলু মিয়া ও বর্তমান মেম্বার ছনু মিয়া গংদের উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।