Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে কাজ করলে কাউকে ক্ষমা করা হবেনা চুনারুঘাটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন না করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেছেন, কেউ সুষ্টু, অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের বিপক্ষে কাজ করলে ক্ষমা করা হবেনা। দেয়া হবেনা কোন ধরনের ছাড়। তিনি সোমবার বিকালে চুনারুঘাট মোস্তফা শহীদ মিলনায়নে ৪র্থ উপজেলা নির্বাচনে আচরন বিধি নিয়ে মত বিনিময় সভায় এসব হুসিয়ারী উচ্চারন করেন। চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ওই মত বিনিময় সভায় পুলিশ সুপার কামরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ সচীব দীলিপ কুমার বনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, ভ্রাম্যমান বিচারক রফিকুল ইসলাম, ওসি অমূল্য কুমার চৌধুরী, উপজেলা প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তা, চা বাগানের ব্যবস্থাপক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী, প্রার্থীর প্রধান এজেন্ট, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জয়নাল আবেদিন আরো বলেন, বর্তমান প্রশাসন নির্বাচনের কমিশনের অধীনে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে অধিকতর নিরপেক্ষ করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। আগামী ২৭ ফেব্র“য়ারী চুনারুঘাটে উপজেলা নির্বাচন অনুষ্টিত হচ্ছে। এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।