Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ পালন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নানা আয়োজনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার সাওতাল ও মুন্ডা সম্প্রদায়ের শ্রমিক চান্দপুর চা বাগানের নাচঘরে জড়ো হয়ে র‌্যালীতে অংশ নেয়। ‘সিধু কানু জেগেছে, বৃটিশ শাসন ভেঙ্গেছে, এ গানে গানে সাঁওতালরা প্রতি বছর স্মরণ করে তাদের পূর্ব পুরুষদের। র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, যুবলীগ নেতা তাজুল ইসলাম, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নৃপেন পাল, পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল, শ্যাম সুন্দর রায়। সভায় বিভিন্ন চা বাগান থেকে আগত সাওতাল ও মুন্ডা জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ছাড়াও পঞ্চায়েত নেতবৃন্দ বক্তব্য রাখেন।
সাওতাল দিবসে চা শ্রমিকরা তাদের ভূমির অধিকার এবং মজুরী বৃদ্ধির দাবী জানায়। তারা বলেন, ৮৫ টাকায় এখন মানুষের জীবন চলেনা। তাই তারা মজুরী ২শ টাকা করা এবং ভূমিহীনদের বসত ভূমির মালিক করে দিতে সরকারের কাছে দাবী জানায়।