Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে এমপি মজিদ খান ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং এর ঐতিহ্যবাহী অরাজনৈতিক ধর্মীয় ও আত্মশুদ্ধিমূলক সংগঠন ‘বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদ’ এর ২৪তম বার্ষিক অধিবেশন গত ২৭ জুন সকালে স্থানীয় ৫/৬ নং বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা বশীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানীর সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং শাহী ঈদগাহ্রে ইমাম শায়খুল হাদীছ আল্লামা ফজলুর রহমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, মাওঃ শায়খ মুখলিছুর রহমান, মাওঃ আবিদুর রহমান, প্রিন্সিপাল মাওঃ আবদাল হুসেন খান, ভাইস প্রিন্সিপাল মাওঃ কাজী আতাউর রহমান, মাওঃ আব্দুল জলীল ইউসুফী, মাওঃ মুজিবুর রহমান যশকেশরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুবীন উদ্দীন, আলহাজ্জ্ব মাস্টার নূরুল হুদা বিশ্বাস, আলহাজ্জ্ব ডাঃ হারুনুর রশীদ ও ডাঃ মনির লস্কর প্রমুখ। সংগঠনের এক বছরের আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আলহাজ্জ্ব আব্দুশ শহীদ সর্দার।
প্রধান অতিথি এমপি মজিদ খান বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বানিয়াচংয়ের আলেম প্রশংসার দাবীদার। তিনি বানিয়াচঙ্গের সর্বস্তরের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রকৃত আলেম-উলামারা কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, হতে পারেন না। মূলতঃ ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম।