Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের মধ্যে মানবাধিকার কমিশনের ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ও দুপুরে হবিগঞ্জ সদর ও বানিয়াচঙ্গের দরিদ্রদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন অফিসে ও উমেদনগর শিল্প এলাকায় বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলাদা অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম খোকন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, রোটারিয়ান মিজানুর রহমান মিজান, বানিয়াচঙ্গ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ তাহের, সমাজসেবক সেবুল মিয়া, মানবাধিকার কর্মী মঈন উদ্দিন আহমেদ, নুরুল হক কবির, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির, প্রভাষক ছাদিরুজ্জামান খান জুসেফ, সাংবাদিক এসএম সুরুজ আলী প্রমূখ।