Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ রথযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ আজ রোববার পবিত্র রথযাত্রা। বাংলার বাঙালির ধর্মীয় উৎসবের মধ্যে রথযাত্রা একটি। উৎসবটি বাঙালি হিন্দুর ধর্মীয় উৎসব হলেও এখন এটি সমস্ত বাঙালির উৎসবে পরিণত হয়েছে। বর্ষার শুরুতে রথযাত্রার শুরু হয়। চলে এক সপ্তাহ ধরে। উৎসবটি জগন্নাথদেবের রথযাত্রা নামে পরিচিত। বাঙালিদের মধ্যে উৎসবটি পালন করতে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, কীর্তন ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে রথযাত্রার পর্ব পালিত হয়। ধারণা করা হয় বাংলায় প্রথম রথ শুরু হয় পুরিতে। পুরি ধামে শ্রীচৈতন্যের হাতে পড়ে রথ নতুনমাত্রা লাভ করে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রাথযাত্রা শুরু হয়। রথ হলো চাকাওয়ালা একটি যান। যার মধ্যে দেবতার অধিষ্ঠান থাকে। এই দেবতারা হলেন জগন্নথ, বলরাম ও সুভদ্রা। তাই জগন্নাথদেবের রথ নামেই রথযাত্রা পরিচিত। রথের মধ্যে এই তিনি দেব-দেবীকে বসিয়ে ভক্তেরা টেনে নিয়ে যায়। ভক্তেরা একটি নির্দিষ্ট মন্দির বা দেবালয় থেকে রথটি সমবেতভাবে রশি ধরে টেনে নিয়ে যায়। প্রথম দিন এটি অন্য আর একটি নির্দিষ্ট দেব মন্দির বা বারোয়ারি তলায় নিয়ে রাখা হয়। এর ঠিক নয় দিন পর সেই স্থান হতে পূর্বের স্থানে রথটি ফিরিয়ে নেওয়া হয়। এই পর্বের নাম উল্টোরথ। উভয় স্থানে এই নয় দিন ব্যাপি মেলা ও মহোৎসব পালিত হয়।
এদিকে আজ রোববার বিকেল ৪টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। শোভাযাত্র পূর্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।