Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন পরিদর্শনে এমপি মজিদ খাঁন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন কবলিত, কাকাইলছেও চৌধুরীবাজার আকস্মিক পরিদর্শন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও চৌধরীবাজার সংলগ্ন কুশিয়ারার কালনী নদীতে বেশ কয়েক বছর ধরে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে কটি ব্যবসা প্রতিষ্টান, বাঁশ বাজার, নৌকাঘাটেরর পাকা সিঁড়ি, দেয়াল সহ সংলগ্ন ফসলীজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি আবারও শুরু হয়েছে ভাঙ্গন। গত এক সপ্তাহে ৩টি ব্যবসা প্রতিষ্টান বিলীন হয়ে গেছে। গতকাল শনিবার বিকাল ৩টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খাঁন, কাকাইলছেও চৌধুরী বাজারের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। কাকাইলছেও চৌধুরী বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওই বাজার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। ওই সময় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কাকাইলছেও চৌধুরী বাজারকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা কল্পে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরূল হক ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ও সেচ্ছা শ্রমের মাধ্যমে ইট ও কংক্রিট ভর্তি বস্তা নৌকা দিয়ে ভাঙ্গন কবলিত স্থান গুলোতে ফেলা হচ্ছে। ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ নূরূল হক ভূঁইয়া জানান, ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন কবলিত স্থান সমূহে ইট ও কংক্রিট ভর্তি বস্তা ফেলা হয়েছে। এ ছাড়া চৌধুরী বাজারের ব্যবসায়ী ও জাপা নেতা মোঃ কাপ্তান সারোয়ার, হাজী মোঃ একরাম হোসেন, শংকর রায়, উত্তম দেব, ডাঃ আব্দুল হাসিম সহ অনেকেই জানান, বাজারের প্রায় অর্ধ-শতাধিক বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্টান নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংখা করছেন ব্যবসায়ীরা।