Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের নালমুখ-রাকি সড়কে বৃক্ষ রোপন কর্মসূচি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ রাখি সড়কে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। রেমা-কালেঙ্গা বণ্যপ্রাণী অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটি ও ক্রেল প্র ল্পের বাস্তবায়নে এবং ইউ.এস.এইড এর অর্থায়নে এ বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু হয়েছে। গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন রেমা-কালেঙ্গা বণ্যপ্রাণী সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পিপি এম আকবর হোসেন জিতু। উপস্থিত ছিলেন- ক্রেল এর আঞ্চলিক সমন্বয়ক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, স্থানীয় আওয়ামীলীগ নেতা আলতা মিয়া, ক্রেল এর অফিসার পলাশ সরকার, সাইট অফিসার অর্জুন চন্দ্র রায়, এন.আর.এস ফ্যাসিলিটেটর সুজয় সুব্রত, লাইভলীহুড ফ্যাসিলিটেটর ফিল্ড অর্গানাইজার পার্থ ভট্টাচার্য্যসহ আরও অনেকে। এ নালমুখ-রাখি সড়কে প্রায় ৩ হাজার দেশীয় প্রজাতির গাছে চারা রোপন করা হবে বলে জানা গেছে।