Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে পানিবন্দি ১১’শ পরিবার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে খোয়াই নদীর বানের পানি উপচে আরও নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১১’শ পরিবার। খোয়াই নদীর তীরঘেষা রাজার বাজার উচ্চ বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে। চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের খোয়াই নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করায় উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। খোয়াই নদীর পানি বেড়ে যাওয়ায় বুধবার সকালে উপজেলা পরিষদে ত্রাণ ও দুর্যোগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ। তাৎক্ষণিকভাবে পানিবন্দিদের জন্য ১৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পানি বাড়ার কারণে খোয়াই নদীর পাড়ে গঙ্গানগর, আশ্রাবপুর, কালিশিরী, কালামন্ডল, হারাজুরা, পুলপাড়, কাচুয়া, আমকান্দি, ধলাইরপাড়, সাটিয়াজুরী, হাকাজুরা, পাইকপাড়া, মজলিশপুর, সতং, রাজার বাজার, রাখীসহ উপজেলার ৪৫টি গ্রামের ১১’শ পরিবার পানিবন্দি রয়েছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, পানিবন্দি মানুষদেরকে উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।