Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোর্টে ভূয়া সাক্ষি দিতে এসে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টে ভূয়া সাক্ষি দিতে এসে আটক হয়েছে আসামীসহ দুই জন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জেলা ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারি হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জের আলীপুর গ্রামের আলাউদ্দিন বাদি হয়ে চেক জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন নবীগঞ্জের হাফিজুর রহমানের বিরুদ্ধে। মামলাটি বর্তমানে জেলা ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার বিবাদী মানিত সাফাই সাক্ষি রয়েছেন মাহমুদ মিয়া। গতকাল বুধবার সাফাই সাক্ষি দেয়ার জন্য মাহমুদ মিয়ার স্থলে সাইফুর রহমান নামে এক ব্যক্তি কোর্টে আসেন। তিনি মাহমুদ মিয়া নাম ধারণ করে আদালতে জবানবন্দি প্রদান করেন। পরে জেরার সময় বাদির নিয়োজিত আইনজীবি এমদাদুল ইসলাম শাহীন ও এপিপি আব্দুল মতিন আদালতে জবানবন্দি প্রদানকারী মাহমুদ মিয়া প্রকৃত মাহমুদ মিয়া নয় বলে চ্যালেঞ্জ করেন। পরে এর সত্যতা পাওয়া গেলে বিজ্ঞ বিচারক কাজী মিজানুর রহমান তাদের আটক করে কারাগারে প্রেরণের আদেশ দেন।